আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়ায় ডিবির পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় ডিবির পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

।।নিজস্ব প্রতিবেদক।।

বগুড়ায় পৃথক পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এসময়ে তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ২ হাজার টাকা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইব্রাহিম খলিল (৩৫), মনিরুজ্জামান মিয়া (২৬), ও নুর আলম (২৭), সদরের পলি কুকরুল গ্রামের সোহাগ ইসলাম (২২) শাহজাহানপুরের ডোমনপুকুর এলাকার শাজাহান আলী (৪০), এবং আকাশ তারা এলাকার শফিকুল ইসলাম ( ৩০) এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়ামুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে শাকপালা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ নুর আলম, ইব্রাহীম খলিল ও মনিরুজ্জামানকে, বিআরটিসি বাস ডিপোর কাছ থেকে ২০০ ইয়াবাসহ শাজাহান আলীকে, আকাশতারা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও টাকাসহ শফিকুল ইসলামকে এবং শহরের বাদুড়তলা এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ সোহাগ ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights