।।নিজস্ব প্রতিবেদক।।
বগুড়ায় পৃথক পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এসময়ে তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ২ হাজার টাকা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইব্রাহিম খলিল (৩৫), মনিরুজ্জামান মিয়া (২৬), ও নুর আলম (২৭), সদরের পলি কুকরুল গ্রামের সোহাগ ইসলাম (২২) শাহজাহানপুরের ডোমনপুকুর এলাকার শাজাহান আলী (৪০), এবং আকাশ তারা এলাকার শফিকুল ইসলাম ( ৩০) এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়ামুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে শাকপালা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ নুর আলম, ইব্রাহীম খলিল ও মনিরুজ্জামানকে, বিআরটিসি বাস ডিপোর কাছ থেকে ২০০ ইয়াবাসহ শাজাহান আলীকে, আকাশতারা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও টাকাসহ শফিকুল ইসলামকে এবং শহরের বাদুড়তলা এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ সোহাগ ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।