আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে বিএনপি’র উপর হামলা করছে: দিনাজপুরে মির্জা ফখরুল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১৯ জুলাই ২০২৩ @ ১১:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ জুলাই ২০২৩@১১:১৯ অপরাহ্ণ
সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে  থাকতে বিএনপি’র উপর হামলা করছে: দিনাজপুরে মির্জা ফখরুল

রফিক প্লাবন
দিনাজপুর।।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার বিএনপির আন্দোলনকে ভয় পায়। তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে বিএনপির উপর হামলা করছে। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আগামী ২১ জুলাই সারাদেশে শোক র‌্যালীর কর্মসূচী ঘোষণা করছি।

আজ বুধবার দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত রংপুর বিভাগীয় পদযাত্রার পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার অবৈধ সরকার। এই সরকার কাউকে সহ্য করতে পারে না। যার কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমান কারান্তরীন। সর্বশেষ হিরো আলমকেও এই সরকার সহ্য করতে পারছে না। বিএনপির আজকের বিভাগীয় পদযাত্রায় নেতাকর্মীদের উপর হামলা করছে আওয়ামী সন্ত্রাসীরা।

তিনি আরও বলেন, শুধু খালেদা জিয়াই দিনাজপুরের মেয়ে না। খুরশিদ জাহান হকও এই দিনাজপুরের মেয়ে। খুরশিদ জাহান হকের আমলে দিনাজপুরে শিক্ষা বোর্ড হয়েছে, জিয়া হার্ট ফাউন্ডেশন হয়েছে, ব্লাড ব্যাংক হয়েছে, কিডনি হাসপাতাল, মেডিকেল কলেজ ও হাসপাতাল হয়েছে। অথচ এই অবৈধ সরকার ক্ষমতায় এসে মেডিকেল হাসপাতাল অন্য নেতার নামে নামকরণ করেছে। মেডিকেল করল কে আর নাম হলো কার?

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ জাহিদ হোসেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতারা। সমাবেশ শেষে পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights