আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ফুলতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

  • In কৃষি, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ জুলাই ২০২৩ @ ০৫:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুলাই ২০২৩@০৮:০০ অপরাহ্ণ
ফুলতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন।
ছবি- বিডিহেডলাইন্স

।।ফুলতলা (খুলনা) প্রতিনিধি।।

খুলনা জেলার ফুলতলা উপজেলার ০২ নং দামোদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে সুব্রত বিশ্বাসের আয়োজনে এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খুলনা জেলা শাখার (যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক) মুশফিক সুজার সার্বিক তত্ত্বাবধানে ” প্রানের সঞ্চারের সূচনা “প্রতিপাদ্য বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন- ভিশন বাস্তবায়নের লক্ষ্যে ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

আজ সকাল ১১ টায় ফুলতলা আওয়ামীলীগ কার্যালয়ের প্রবেশপথের দুই পাশে দুটি ফলজ চারা রোপণ করে কর্মসূচির উদ্ভোধন করেন ০২ নং দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ভুইয়া।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ দূষণ, ঝড় ও বন্যা থেকে মানুষকে রক্ষায় বৃক্ষ রোপণের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ও উৎসাহিত হয়ে আমরা এ কর্মসূচি পালন করছি।বৃক্ষরোপণ পরিবেশ দূষন, ঘূর্ণিঝড়, বন্যা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করবে পাশাপাশি এই গাছ বড় হয়ে স্থানীয়দের সম্পদে রূপান্তরিত হবে তাই স্থানীয়দের এ গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক – মুশফিক সুজা বিডি হেডলাইন্স কে বলেন, এ পার্থিব জগতে বৃক্ষ মানুষের পরম বন্ধু।অথচ মানুষের নির্বিচার পদাঘাতে এ পৃথিবী প্রতিনিয়ত বৃক্ষশূন্য হয়ে পড়ছে। অবাধে চলছে বৃক্ষ নিধন।যার ফলে মানুষ ও অন্যান্য প্রানীর জীবনধারনের অন্যতম নিয়ামক অক্সিজেনের সরবরাহ ক্রমস হ্রাস পাচ্ছে, অথচ জীবন জীবিকার স্বার্থে মানবজীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

সুব্রত বিশ্বাস বলেন – কোন দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশের মোট ভূখন্ডের ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক অথচ আমাদের দেশে বনভূমি রয়েছে ১৬ শতাংশ যা অত্যন্ত অপ্রতুল। বাংলাদেশের বনভূমি থকে সংঘটিত হচ্ছে। শুধু বনভূমি নয় জনপদ এবং লোকালয়ে ও এ ধংসলীলা ঘটে চলেছে।এটি মোটেও শুভ ফল বয়ে আনে না অবশ্যই এর পরিবর্তন আবশ্যক। তাই অধিক হারে বৃক্ষরোপণ এবং গনসচেতনতা সৃ‌ষ্টি করতে হবে পাশাপাশি বৃক্ষ নিধন রোধে মানুষের হীন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।

কর্মসূচি পরিচালনা সময়ে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরাসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা উপস্থিত ছিলেন। এসময়ে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ,উপজেলা সাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ভেষজ জাতীয় মোট দুই হাজার চারা রোপন করা হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights