আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর ও চুরি

  • In ধর্ম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ জুলাই ২০২৩ @ ১২:৩১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ জুলাই ২০২৩@০২:৩৫ অপরাহ্ণ
লালমনিরহাটে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর ও চুরি

।।স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাট সদর উপজেলার ৮ং গোকুন্ডা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাদলের ব্রিজ সংলগ্ন রতিপুর পশ্চিমপাড়া এলাকায় রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্বশান কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করে এবং মুল্যবান কিছু জিনিসপত্র লুট করেছে বলে জানা গেছে।
আজ সকালে ( ১২ জুলাই) মন্দিরের পুজারী মহাদেব চন্দ্র বর্ম্মণ মন্দিরে পূজা করতে এসে প্রথম এই ঘটনা দেখেন এবং তাৎক্ষণিক মন্দিরের সভাপতি প্রসাদ চন্দ্র রায় ভবেশ ও সেক্রেটারি দীলিপ কুমার দাসকে অবহিত করেন।

খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। ঘটনাটি অবগত হয়ে গোকুন্ডা ইউপি পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ টোটন মন্দির এলাকায় ছুটে গিয়ে খোজঁখবর নেন। এ বিষয়ে তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান দুলাল বলেন, রাতের আধাঁরে কে বা কারা উক্ত ঘটনা ঘটিয়েছে কেউ বলতে পারছেনা। আসলে এটি একটি ন্যাক্কার জনক ঘটনা।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি একটি চুরির ঘটনা প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। মামলা হলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights