আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইইউ প্রতিনিধিদলের সামনে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১১ জুলাই ২০২৩ @ ০৯:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ জুলাই ২০২৩@০৯:২৮ অপরাহ্ণ
ইইউ প্রতিনিধিদলের সামনে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

।।নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দল অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (১১ জুলাই) অ্যাটর্নি জেনারেলের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করে প্রতিনিধিদল।

এদিকে প্রতিনিধিদলের আসার কথা জেনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে সমবেত হন বিএনপিপন্থী আইনজীবীরা। বৈঠক চলাকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের নিচতলার প্রবেশপথের সামনে অবস্থান নিয়ে তারা ‘নো মোর শেখ হাসিনা’, ‘উই ওয়ান্ট কেয়ারটেকার গভার্নমেন্ট’, ‘উই ওয়ান্ট ভোটিং রাইটস’, ‘নো ইলেকশন আন্ডার হাসিনা’, ‘উই ওয়ান্ট ডেমোক্রেসি’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। তিনি জানান, প্রতিনিধি দলের সদস্যরা স্লোগান ও প্ল্যাকার্ডের ভিডিও ধারণ করেন। আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এম মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও রুহুল কুদ্দুস কাজল।

বৈঠক শেষে প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নিচতলা দিয়ে বের হন। এ সময় আগে থেকে সেখানে থাকা বিএনপিপন্থী আইনজীবীরা কাগজে হাতে লেখা প্ল্যাকার্ডগুলো নিয়ে স্লোগান দিতে থাকেন। প্রতিনিধিদলের সদস্যরা গাড়িতে উঠে পড়লেও গাড়ির চারপাশে অবস্থান নিয়ে স্লোগান – প্ল্যাকার্ড নিয়ে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর নির্বাচনসংক্রান্ত তথ্যানুসন্ধানী দলটি গত শনিবার ঢাকায় আসে। তারা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights