আজ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি রাশিয়ার

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১ জুন ২০২৩ @ ০৭:৩৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ জুন ২০২৩@০৭:৩৫ অপরাহ্ণ
ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি রাশিয়ার

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

ইউক্রেনীয় নৌবাহিনীর কাছে থাকা শেষ বড় যুদ্ধজাহাজটি ধ্বংসের দাবি করেছে রাশিয়া। বুধবার ক্রেমলিন এমন দাবি করে।

রাশিয়া বলছে, যুদ্ধজাহাজটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসায় অবস্থান করছিল।

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, ইউক্রেনের যে যুদ্ধজাহাজটি ধ্বংস করা হয়েছে, সেটির নাম ‘ইউরি ওলেফিরেঙ্কো’।

রাশিয়ার ভাষ্য, গত ২৯ মে ওডেসা বন্দরে জাহাজ নোঙর করার স্থানে থাকা ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ যুদ্ধজাহাজটি (ইউরি ওলেফিরেঙ্কো) নিশানা করে হামলা চালায় রুশ বিমানবাহিনী। অতি সূক্ষ্ম এই হামলায় ইউক্রেনীয় যুদ্ধজাহাজটি ধ্বংস হয়ে গেছে।

মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণসাগর–তীরবর্তী ওডেসা বন্দরে ইউক্রেনীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধ্বংসের বিষয়ে মস্কো যে দাবি করেছে, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights