আজ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ন্যাটো সদস্যপদ ইউক্রেনের প্রাপ্য: এরদোয়ান

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৮ জুলাই ২০২৩ @ ১১:২৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুলাই ২০২৩@১১:২৮ পূর্বাহ্ণ
ন্যাটো সদস্যপদ ইউক্রেনের প্রাপ্য: এরদোয়ান

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেতে ইউক্রেনের আকাঙ্ক্ষায় সমর্থন জানিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান এই সমর্থনের কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন। একই সঙ্গে এরদোয়ান রাশিয়া-ইউক্রেন সংঘাত অবসানে শান্তি প্রক্রিয়ায় ফেরত যাওয়ার তাগিদ দিয়েছেন।

শনিবার সকালে ইস্তানবুলে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘নিঃসন্দেহে ন্যাটোর সদস্য পদ ইউক্রেনের প্রাপ্য।’ তবে তিনি উভয় পক্ষকে শান্তি আলোচনায় ফেরত যাওয়ার আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘ন্যায্য শান্তিতে কেউ হারে না।’

সমর্থনের জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান জেলেনস্কি। মঙ্গলবার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ন্যাটোর এক গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে এই সমর্থন পেয়েছে ইউক্রেন।

এরদোয়ানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে এক টুইট বার্তায় ইউক্রেনের নেতা জেলেনস্কি লিখেছেন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞ। শান্তির ফর্মূলা, আমাদের দেশ, জনগণ এবং স্বার্থের সুরক্ষার প্রতি সমর্থনের জন্যও কৃতজ্ঞ।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলা অবস্থায় ন্যাটো সদস্য পদ পেতে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন। কিয়েভের যুক্তি হলো রুশ আগ্রাসনের বিরুদ্ধে তারাই ইউরোপের প্রতিরোধের সবশেষ লাইন।

চলতি সপ্তাহে জেলেনস্কি চেক রিপাবলিক, স্লোভাকিয়া এবং বুলগেরিয়া সফর করে তার দেশের ন্যাটো সদস্য পদ পাওয়ার তদবির করেছেন। প্রাগে তিনি ‘যুদ্ধ শেষ হওয়া মাত্র’ এই সমর্থনের প্রতিশ্রুতি পেয়েছেন আর সোফিয়াতে তিনি ‘পরিস্থিতি যখন অনুমোদন দেবে’ তখন সমর্থন পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights