আজ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী উধাও

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৫ আগস্ট ২০২৩ @ ০৬:২১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ আগস্ট ২০২৩@০৬:২১ অপরাহ্ণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী উধাও

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরে পারিবারিক কলহের জেরে আদিয়া খাতুন (২৩) নামে এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী নুর কামাল পলাতক রয়েছেন।

শুক্রবার (২৫) আগস্ট সকাল ৯টার দিকে টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প ২৫-এর এ ডি/৬ ব্লক থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত আদিয়া খাতুন আলীখালি রোহিঙ্গা ক্যাম্প-২৫ ব্লক -ডি/৬ এর শামসুল আলমের মেয়ে।

আলীখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর মাঝি নুরুল আমিন বলেন, পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া চলছিল। শুক্রবার সকালে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নুর কামাল আদিয়া খাতুনকে গলাকেটে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আলীখালি ক্যাম্প থেকে আদিয়া খাতুন নামে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights