আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এক দফার আন্দোলনেই সরকারের পতন ঘটবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৮ জুলাই ২০২৩ @ ১২:৩০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুলাই ২০২৩@১২:৩০ পূর্বাহ্ণ
এক দফার আন্দোলনেই সরকারের পতন ঘটবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
ছবি- ফাইল ছবি

।।নিজস্ব প্রতিবেদক।।

এক দফার আন্দোলনেই সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের জনগন এখন ঐক্যবদ্ধ হয়েছে। দেশের জনগনের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই অবৈধ সরকারকে পরাজিত করে, তাদেরকে পদত্যাগ বাধ্য করে, এই সংসদ বিলুপ্ত করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে এই সরকারকে জনগণ বাধ্য করবে।

শুক্রবার বিকালে গণফোরাম-পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর এক যৌথ ব্রিফিঙে বিএনপি মহাসচিব এই কথা বলেন। ফখরুল বলেন, সে হিসেবে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য, মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করবার জন্যে আগামী দিনে নতুন একটি সরকার, জনগনের একটি সরকার প্রতিষ্ঠা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ‘একদফা’ আন্দোলনের কর্মকৌশল চূড়ান্তকরণের বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যুগতপৎ আন্দোলনের আগামীদিনের কর্মসূচি কি হবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি। আপনারা জানেন, আমরা কতগুলো দফা দিয়েছিলাম যেসব দফার ভিত্তিতে আমরা আন্দোলন করছি। এটাকে কিভাবে কাছকাছি আনা যায়। এক দফার আন্দোলনটা কবে নাগাদ কবে নাগাদ শুরু করা যায় এবং কবে ঘোষণা করা যায়, কিভাবে শুরু করা যাবে সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করেছি।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সাথে বিএনপির বৈঠক হয়। বৈঠকে চলমান আন্দোলন চূড়ান্ত পর্যায়ে কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও মহাসচিব আবদুল কাদের উপস্থিত ছিলেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights