আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এশিয়া অলিম্পিক কাউন্সিলে যোগ দিতে সেনাপ্রধানের থাইল্যান্ড গমন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৭ জুলাই ২০২৩ @ ০৭:১৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ জুলাই ২০২৩@০৭:১৮ অপরাহ্ণ
এশিয়া অলিম্পিক কাউন্সিলে যোগ দিতে সেনাপ্রধানের থাইল্যান্ড গমন

।।নিজস্ব প্রতিবেদক।।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) ৪২ তম সাধারণ সভায় যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শুক্রবার (৭জুলাই ) সরকারি সফরে তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়- আগামী ৮ জুলাই সেনাপ্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার ৪২তম সাধারণ সভায় যোগদান করবেন। সভায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি ওসিএ’র এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট দেবেন।

এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন সেনাপ্রধান। সফর শেষে সেনাপ্রধান আগামী ১১জুলাই বাংলাদেশে পোঁছাবেন বলে জানিয়েছে আইএসপিআর।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights