আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৫

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৫

।।নিজস্ব প্রতিবেদক।।

আজ শুক্রবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে পাঁচজন রোহিঙ্গা নিহত হয়েছে। উক্ত ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় নিহতরা হলেন- ক্যাম্প-৮ (পশ্চিম অংশ) এর বাসিন্দা আনোয়ার হোসেন (২৪), মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর মোঃ নজিমুল্লাহ। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন- আজ শুক্রবার ভোরে ৮ নং ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত আরও দুই জনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এপিবিএন অধিনায়ক আরো জানান- গুলাগুলির এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গারা জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার ভোরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতংক বিরাজ করছে।
এপিবিএন’র সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন- ক্যাম্পে একাধিক সন্ত্রাসী গ্রুপের তৎপরতা রয়েছে। পুলিশ এদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। তিনি বলেন- ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। শুক্রবারে বন্দুক যুদ্ধের ঘটনায় যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে। প্রায় সময়েই রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গারা বিভিন্ন অপকর্মসহ গোলাগুলি লিপ্ত থাকায় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রেখেছেন বলে জানা যায়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights