আজ ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ক্লাসরুমে মোবাইল নিষিদ্ধ করছে নেদারল্যান্ডস

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৬ জুলাই ২০২৩ @ ১২:৪৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ জুলাই ২০২৩@১২:৪৪ অপরাহ্ণ
ক্লাসরুমে মোবাইল নিষিদ্ধ করছে নেদারল্যান্ডস

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

আগামী বছরের প্রথম দিন থেকে ক্লাসরুমে সেল ফোন, ট্যাবলেট ও স্মার্টফোন নিষিদ্ধ করছে নেদারল্যান্ডস। মঙ্গলবার ডাচ সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, শিক্ষাকার্যক্রমে মনোযোগ সীমিত রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডাচ সরকার জানিয়েছে, সুনির্দিষ্ট কারণে ক্লাসরুমে ডিভাইস ব্যবহার করা যাবে। যেমন ডিজিটাল দক্ষতার ক্লাস, চিকিৎসার কারণে কিংবা প্রতিবন্দ্বি ব্যক্তি ক্লাসরুমে ডিভাইস ব্যবহার করা যাবে।

ডাচ শিক্ষামন্ত্রী রবার্ট ডিজকগ্রাফ এক বিবৃতিতে বলেছেন, ‘মোবাইল ফোন আমাদের জীবনের সঙ্গে সমন্বিত হলেও সেগুলো ক্লাসরুমের জিনিস নয়। শিক্ষার্থীদের মনোযোগ দরকার আর তাদের ভালোভাবে শিক্ষা নেয়ার সুযোগ দেয়া প্রয়োজন। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন বিরক্তির কারণ। এর থেকে আমাদের শিক্ষার্থীদের রক্ষা করা দরকার।’

ডাচ শিক্ষা মন্ত্রণালয়, স্কুল এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে ক্লাসরুমে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের উপায় নিজেরাই কার্যকর করবে স্কুল। তবে ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যর্থ হলে আইনি নীতি প্রয়োগ করা হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights