আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এনআইডি সেবা বিকেল থেকে বন্ধ, ৯ জুলাই সেবা চালু

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৬ জুলাই ২০২৩ @ ১২:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ জুলাই ২০২৩@১২:৩০ অপরাহ্ণ
এনআইডি সেবা বিকেল থেকে বন্ধ, ৯ জুলাই সেবা চালু

।।নিজস্ব প্রতিবেদক।।

সার্ভার স্থানান্তরের জন্য জাতীয় পরিচয়পত্র সেবা আজ বিকেল থেকে বন্ধ থাকবে। তবে রোববার (০৯জুলাই) থেকে যথারীতি চালু থাকবে। বৃহস্পতিবার (৬জুলাই) ইসির এনআইডি শাখার প্রোগ্রামার মোঃ আবুল খায়ের রনি জানিয়েছেন, এক নোটিশের মাধ্যমে এ তথ্য সবাইকে জানানো হয়েছে।

মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের কাছে পাঠানো এ সংক্রান্ত নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমান করণের কাজ চলছে। সার্ভার কক্ষ আদর্শমান করণের সময়কালে সার্ভার কক্ষের চলমান নেটওয়ার্ক ও সার্ভারভিত্তিক সেবাসমূহ মাঠ পর্যায় পর্যন্ত নিরবচ্ছিন্ন রাখতে বর্তমানে সার্ভার, নেটওয়ার্ক ও বৈদ্যুতিক সংযোগসমূহ অস্থায়ী সার্ভার কক্ষে (কক্ষ নং-৯০৭) স্থানান্তর করা হচ্ছে। সার্ভার কক্ষ অস্থায়ীভাবে স্থানান্তরের সময় বৃহস্পতিবার (০৬জুলাই) বিকেল ৫টা থেকে শনিবার (০৮জুলাই) রাত অবধি এ সার্ভার কক্ষের মাধ্যমে পরিচালিত মাঠ পর্যায় ও সচিবালয়ের ইন্টারনেট ও ইন্ট্রানেটভিত্তিক সকল সেবা যেমন, ইন্টারনাল ওয়েবসাইট, ভিপিএন সেবা বন্ধ থাকবে। আগামী রোববার (৯জুলাই) যথারীতি সার্ভিস চালু থাকবে

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights