আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

‘টুইটার’ বনাম ‘থ্রেড’

  • In তথ্যপ্রযুক্তি
  • পোস্ট টাইমঃ ৪ জুলাই ২০২৩ @ ১২:৪৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুলাই ২০২৩@১২:৪৯ অপরাহ্ণ
‘টুইটার’ বনাম ‘থ্রেড’

।।বিডি হেডলাইন্স ডেস্ক।।

টুইটারকে টেক্কা দিকে ফেসবুকের প্রধান কোম্পানি মেটা “থ্রেড” নামে নতুন অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে। মেটা আগামী বৃহস্পতিবার নতুন এই অ্যাপটি চালু করবে। খবর বিবিসি

থ্রেড অ্যাপ অ্যাপেল স্টোরে এটি প্রি অর্ডার চলছে। ইনস্টাগ্রামের সঙ্গে নতুন অ্যাপের লিংক করে দেওয়া হবে। স্ক্রিনগ্রাব একটি ড্যাশবোর্ড শেয়ার করেছে যা দেখতে হুবহু টুইটারের মতো। মেটা বলছে ‘থ্রেড’ এর মাধ্যমে শুধু টেক্স করা যাবে। টেক্সের মাধ্যমে যোগাযোগ করার জন্য একে সেভাবে প্রস্তুত করা হয়েছে।

প্রযুক্তি জগতে এতদিন মার্ক জুকারবার্গ এবং ইলন মাস্কের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। কিন্তু মেটা টুইটারের নতুন অ্যাপস তৈরির মাধ্যমে ইলক মাস্কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। গত মাসে এই দুই প্রযুক্তিবিদ লড়াইয়ের জন্য সম্মত হয়েছিল। কিন্তু এটি সত্যি ছিল কিনা সেই আলোচনা রয়েই গেছে।

এদিকে মেটার তৈরি থ্রেড নিয়ে এক টুইট বার্তা প্রকাশ করেছেন ইলন মাস্ক। এতে তিনি থ্রেড তৈরির জন্য জুকারবার্গের প্রশংসা করেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights