আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দাকোপে দাকোপে স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে সমাবেশ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ জুলাই ২০২৩ @ ০৭:২১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ জুলাই ২০২৩@০৭:২৬ অপরাহ্ণ
দাকোপে দাকোপে স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে সমাবেশ
ছবি- বিডিহেডলাইন্স

।।দাকোপ প্রতিনিধি।।

খুলনা দাকোপের বানীশান্তায় ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জয়ন্ত গাইনের উপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে আজ সোমবার বিকাল ৪ টায় স্থানীয় বানীশান্তা আমতলা নিধিরের মোড়ে ৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি ও বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়। ইউনিয়ন আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুরারী মোহন গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক পরিমল কান্তি রপ্তান, দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম রেজা, উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, বাজুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জয়ন্ত রায়, লাউডোপ ইউনিয়ন সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, বাজুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কৈলাশগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক সমীর মন্ডল, বানীশান্তা ইউনিয়ন সাধারণ সম্পাদক জয় প্রকাশ রায়, সহসভাপতি পলাশ রায়, বানীশান্তা ইউনিয়ন হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনোজিত দেব, কৃষকলীগনেতা সুরেশ রায়, আ’লীগনেতা বিজয় মন্ডল, মহসীন হাওলাদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- ইউপি চেয়ারম্যানের সামনে একজন নির্বাচিত ইউপি সদস্য এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতির উপর সন্ত্রাসী হামলার ঘটনা অত্যান্ত দুঃসাহসের বিষয়। বক্তারা হামলার সাথে জড়িত সকল আসামীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান।

উল্লেখ্য গত ২৪ জুন রাত ৯ টার দিকে স্থানীয় জনৈক আফজালের দোকানে বসে বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়ের সাথে কথা বলছিলেন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত গাইন। এ সময় চেয়ারম্যানের সামনেই একই এলাকার সন্ত্রাসী লিটন রায়, লিটু রায়, রিপন মন্ডল ও রীনা মন্ডলের নেতৃত্বে পরিকল্পিতভাবে জয়ন্ত গাইনের হামলা করে রক্তাত্ব জখম করে।

ঘটনার পর এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় জয়ন্ত গাইনের ভাই অচিন্ত্য গাইন বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করে। জানা গেছে, ওই মামলায় পুলিশ এজাহার নামীয় ১ আসামীকে গ্রেপ্তার করেছে। অপরদিকে আসামিরা জয়ন্ত গাইনের নামে আদালতে পাল্টা মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights