আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৩ জুলাই ২০২৩ @ ১২:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ জুলাই ২০২৩@১২:৩৩ অপরাহ্ণ
নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

নবনির্বাচিত তিন সিটির মেয়র ও কাউন্সিলরকে শপথ পাঠ বাক্য করিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৩জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ নেন বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত তিন মেয়র। গত ২৫মে গাজীপুর, ১২জুন খুলনা ও বরিশাল এবং ২১জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হয়।

উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল। অন্যদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

সেই মোতাবেক আজ তিন সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights