আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ডোমারে সড়ক দুর্ঘটনায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু, গুরুতর আহত ২

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ জুলাই ২০২৩ @ ০৭:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ জুলাই ২০২৩@০৭:২৮ অপরাহ্ণ
ডোমারে সড়ক দুর্ঘটনায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু, গুরুতর আহত ২

মোসাদ্দেকুর রহমান সাজু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারীর ডোমারে সিএনজি এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় প্রসূতি মা ও শিশুসহ ২জন নিহত হয়েছেন। প্রসূতি মায়ের সঙ্গে থাকা অপর ২ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১১ টায়।

পারিবারিক সুত্রে জানাযায়, ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ড চিকনমাটি গ্রামের কাচারি পাড়ার নাজিম উদ্দীনের মেয়ে শারমিন আখতার (২৭) এর সাথে সৈয়দপুর উপজেলার কামার পুকুর ইউনিয়নের মতির মোড় এলাকার হায়দার আলীর পুত্র রেজাউল ইসলাম লিটনের সাথে প্রায় ৮ বছর পূর্বে বিয়ে হয়। পেশায় লিটন একজন দর্জি হিসাবে কাজ করতেন।

শারমিন আখতার চার বছর আগে ইলমা মনি (৪) নামে এক কন্যা সন্তানের জন্ম দেন। দ্বিতীয় বার আবার সন্তান সম্ভাবনা হলে বাবার বাড়িতে আসেন। শনিবার রাতে প্রসব বেদনা উঠলে রাতেই স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে জটিলতা আছে বলে ক্লিনিক কর্তৃপক্ষ তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শারমিনের বাবার পরিবার স্বামীর বাড়ী নিয়ে, সেখান থেকে রংপুর যাওয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন।

একটি সিএনজি ভাড়া নিয়ে শারমিন, তার মেয়ে ইলমা মনি(৪), মা কহিনুর বেগম (৫০), শারমিনের খালাতো ভাই আসাদুল ইসলাম (২৩)সহ ৪ জন রওয়ানা দেন রংপুর মেডিকেলের উদ্দেশ্যে। নীলফামারী সৈয়দপুর সড়কে ঢেলাপীর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই শারমিন বাচ্চা প্রসব করলেও মা ও নবজাতক মেয়ে শিশু মারা যায়। গুরুতর আহত হয় মা কহিনুর বেগম (৫০), মেয়ে ইলমা মনি (৪),খালাতো ভাই আসাদুল ইসলাম (২৩)। কহিনুর বেগম রংপুর মেডিকেলে, ইলমা মনি একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি রয়েছে। আসাদুলকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ৬নং ওয়ার্ড কাউন্সিল মিজানুর রহমান তুলু জানান, আসলে ঘটনাটি ভীষণ মর্মান্তিক।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights