আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী এমএ আবদুল্লাহর সাথে সাংবাদিকদের মত বিনিময়

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ জুলাই ২০২৩ @ ০৫:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ জুলাই ২০২৩@০৫:৪১ অপরাহ্ণ
লোহাগড়ায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী এমএ আবদুল্লাহর সাথে সাংবাদিকদের মত বিনিময়

।।লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।।

লোহাগড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী লেঃ কমান্ডার (অবঃ ) ইঞ্জিনিয়ার এএম আব্দুল্লাহ। শনিবার সকালে লোহাগড়া কলেজ পাড়ায় তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত ‘মুন্সি মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরি’র পাঠ কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে তিনি বলেন, ‘একটি দেশের উন্নয়ন এর জন্য দরকার দেশপ্রেমিক যোগ্য নেতৃত্ব ও সরকারের ধারাবাহিকতা। বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সঠিক পথে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে দেশী বিদেশি স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র ও প্রত্যক্ষ মদদে একদল পথভ্রষ্ট সৈনিকরা তাঁকে সপরিবারে হত্যা করে। এরপর দীর্ঘ ২১ বছরের সামরিক শাসক ও তাদের দোসররা এই দেশে গনতন্ত্র হত্যা ও লুটপাটের রাজত্ব কায়েম করে। তাতে গণতন্ত্র ও উন্নয়ন হোঁচট খায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বদলে যেতে থাকে বাংলাদেশ। গনতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় একটি অনুন্নত দেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে।

উন্নয়নের সে ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আমি বাংলাদেশ আওয়ামীগের মনোনয়ন প্রত্যাশী। নড়াইল-২ আসনের জনগণের সার্বিক উন্নয়নের জন্য আমি বিশেষ অবদান রাখতে পারবো বলে বিশ্বাস করি। আমি ছাত্রজীবনে ছাত্ররাজনীতির সাথে যুক্ত ছিলাম। পরবর্তীতে পরিবারের ইচ্ছায় নৌবাহিনীর চাকুরিতে গিয়েছিলাম। চাকুরি জীবন শেষ করে আবার রাজনীতিতে ফিরে এসেছি। এখন সার্বক্ষণিক রাজনৈতিক দলের কর্মী হিসাবে জনগণের সাথে আছি। মনোনয়ন প্রাপ্তি প্রসংঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শত ফুলকে ফুটতে দিতে বলেছেন। আগামী নির্বাচনের জন্য তিনি এর মধ্যে সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিবেন বলে জানিয়েছেন। তাই আমি নেত্রীর নির্দেশ মত তৃণমূল পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে গনসংযোগ করছি’।

এ সময় আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট আব্দুস ছালাম খান, রূপক মুখার্জি, শিমুল হাসান, শরিফুজ্জামান, কাজী ইমরান, রাসেদ রাসু, রেজাউল করিম, শরিফুল ইসলাম আক্কাস, খায়রুল ইসলাম প্রমুখ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights