আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ডোমারে জাপা নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ করলেন তসলিম উদ্দিন 

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৪ জুন ২০২৩ @ ০৮:৪৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ জুন ২০২৩@০৮:৪৭ অপরাহ্ণ
ডোমারে জাপা নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ করলেন তসলিম উদ্দিন 
ছবি- বিডিহেডলাইন্স

মোসাদ্দেকুর রহমান সাজু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারীর ডোমারে উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন নীলফামারী-০১ ডোমার ডিমলা আসনের জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল তসলিম উদ্দিন সরকার। শনিবার ২৪ জুন বিকেলে ডোমার প্রেসক্লাবের হলরুমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসাদুজ্জামান চয়ন এর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নীলফামারী ০১ ডোমার-ডিমলা আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সম্ভাব্য প্রার্থী অবসর প্রাপ্ত লেঃ কর্ণেল তসলিম উদ্দিন সরকার।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট তহিদুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সভাপতি হাসান চৌধুরী, ডোমার সদর ইউনিয়ন সভাপতি ইউপি সদস্য আব্দুল মজিদ, ভোগডাবুড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিব, কেতকীবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, পাঙ্গা মটুকপুর ইউনিয়নে সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ।

এবিষয়ে নীলফামারী-০১ ডোমার ডিমলা আসনের জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল তসলিম উদ্দিন সরকার বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য হিসেবে কেন্দ্রীয় ভাবে আমাকে মনোনীত করে এলাকায় কাজ করার জন্য পাঠিয়েছে। এরই ধারাবাহিকতায় আমি ডোমার-ডিমলা আসনের ওয়ার্ড থেকে শুরু করে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা অতিতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

পরিশেষে ডোমার এবং ডিমলা উপজেলার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসী সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য যে, আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights