আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কেনিয়ায় ট্রাকের ধাক্কায়, নিহত ৪৮

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১ জুলাই ২০২৩ @ ০২:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ জুলাই ২০২৩@০২:৪৩ অপরাহ্ণ
কেনিয়ায় ট্রাকের ধাক্কায়, নিহত ৪৮

।।আন্তর্জাতিক ডেস্ক।।

পশ্চিম কেনিয়ার ব্যস্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কমপক্ষে ৪৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার রাতে কেরিচো এবং নাকুরু শহরের মধ্যবর্তী ব্যস্ত মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, আমরা এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। ধারণা করা হচ্ছে, এখনও অনেকে ট্রাকের নিচে চাপা পড়ে আটকে থাকতে পারে। উদ্ধার কাজ অব্যাহত আছে। তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে আমরা এখন ৩০ জনের কথা নিশ্চিত করছি। মায়েক আরো বলেন, আমরা ধারণা করছি কেরিচো অভিমুখী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মিনিবাসের ওপর উঠে যায় এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় টেলিভিশনগুলোর সম্প্রচারিত ফুটেজে কয়েকটি দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। স্থানীয় পুলিশ কমান্ডার টম ওডেরাও ৪৮ জন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পিটার ওতিয়েনো নামের একজন চালক বলেন, আমি হঠাৎ দেখতে পেলাম- একটি দ্রুতগামী ট্রাক আমার দিকে ছুঁটে আসছে। আমি সরে গেলাম, তবে মাথায় সামান্য আঘাত পেয়েছি। আমার পাশে এক ব্যক্তি দোকান থেকে কিছু কিনছিলেন, ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিজের রাস্তা থেকে ছিটকে গিয়ে অন্য গাড়িকে ধাক্কা দেয়। সেখানে অনেকেই আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন। তাদের অনেকে হতাহত হয়েছেন বলে তিনি জানান।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights