আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

টোকিওর রানওয়েতে দুই প্লেনের সংঘর্ষ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১০ জুন ২০২৩ @ ১২:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ জুন ২০২৩@১২:২০ অপরাহ্ণ
টোকিওর রানওয়েতে দুই প্লেনের সংঘর্ষ

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

জাপানের রাজধানী টোকিও হানেদা বিমানবন্দরে দুইটি প্লেনের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে। দেশটির পরিবহন মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে তারা।

এনএইচকে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই ঘটনায় জড়িত যাত্রীবাহী প্লেন দুটির একটি ইভা এয়ারের এবং অপরটি থাই এয়ারওয়েজের। রানওয়েতে তারা সংঘর্ষে পড়ে। এরপর সেখানে কাজ শুরু করেছে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইভা এয়ারের প্লেনে ২০৭ আরোহী এবং থাই এয়ারওয়েজে ২৬৪ আরোহী ছিল। তবে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর রানওয়েটি বন্ধ করে দেয়া হয়েছে। ফলে এখন মাত্র তিন রানওয়ে দিয়ে বিমানবন্দরের কার্যক্রম চলছে।

এনএইচকেতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, থাই এয়ারওয়েজের প্লেনটির পাখা ভেঙে গেছে আর রানওয়েতে ভাঙা জিনিস পড়ে রয়েছে। কর্মীদের তা পরিস্কার করতেও দেখা গেছে।

ইডে/কেএইচ/তারিখ:১০০৬২৩/১২;১৮

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights