আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ‘লাখ টাকা’ পেল দিনাজপুরের বাক প্রতিবন্ধী আঁখি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ জুন ২০২৩ @ ০৫:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ জুন ২০২৩@০৫:৫৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ‘লাখ টাকা’ পেল দিনাজপুরের বাক প্রতিবন্ধী আঁখি
ছবি- বিডিহেডলাইন্স

রফিক প্লাবন
দিনাজপুর।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ শুভেচ্ছা হিসেবে এক লাখ টাকা পেল দিনাজপুরের সেই বাক প্রতিবন্ধী আঁখি। ঈদ উপহার ও সকলের ভালবাসা পেয়ে আবেগাপ্লুত আঁখি ইশারা ভাষায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া করবে বলে জানান।

বুধবার (২৮ জুন ২০২৩) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসানার পক্ষে আঁখির হাতে চেকটি তুলে দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শুভেচ্ছা কার্ডে দিনাজপুরের বাক প্রতিবন্ধী মোছাঃ আরিফা আক্তার আঁখির আঁকা এশিয়ার সর্ববৃহৎ ঐতিহাসিক গোর এ শহীদ বড় মময়দানের ঈদগাহ মিনার ও ঈদ জামাতের ছবিটি এবার স্থান পাওয়ার পর ঈদ শুভেচ্ছা হিসাবে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

হুইপ ইকবালুর রহিম বলেন, আঁখির এই প্রতিভা দিনাজপুরবাসীকে গর্বিত করেছে। আঁখি প্রমান করেছেন বাক প্রতিবন্ধীরা সমাজর বোঝা নয়, সম্পদ। ভবিষ্যতেও আঁখির মত অনেক প্রতিভা দেশের জন্য সুনাম বয়ে আনবে।

এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ, বাংলাদেশ সরকারের উপ-সচিব মোরার্জি দেশাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর আওয়ামীলীগর সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, বধির ইনস্টিটিউটর প্রধান শিক্ষক নাজনীন আক্তার, আঁখির বাবা-মা সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, দিনাজপুরবাসীর গর্ব আঁখি। আখির মত সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে থাকবে জেলা প্রশাসন।

জন্ম থেকেই বাক প্রতিবন্ধী আঁখি দিনাজপুর পৌর এলাকার পশ্চিম বালুয়াডাঙ্গা নিবাসী পুরাতন পুস্তক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলামের বড় মেয়ে। সে দিনাজপুর বধির ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্রী।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি নজরে রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আঁখির মা শাহানাজ পারভীন বলেন- “প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে আঁখির আঁকা ছবি দেওয়ার পর আবার ঈদ উপহারের এক লাখ টাকা প্রদানে আমরা অনেক খুশি।”

আঁখির আঁকা ছবিতে দেখা যাচ্ছে, বিশাল মিনারের সামনে ঈদের নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে পাঞ্জাবি-টুপি পরা মানুষ। এর মধ্যে কোলাকুলি চলছে, কেউ আবার কোরবানির গরু নিয়ে যাচ্ছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights