আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধুনটে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ জুন ২০২৩ @ ০৪:১৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ জুন ২০২৩@০৪:১৫ অপরাহ্ণ
ধুনটে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
ছবি- ফাইল ছবি

জিল্লুর রহমান
ধুনট (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার ধুনটে অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আইয়ুব আলী (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের উত্তর পাড়া এলাকার ওসমান মন্ডলের ছেলে ও ধুনট ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, ২৮ জুন বুধবার দুপুরে ফুটবল খেলার জন্য মাইক বাজানোর জন্য কাদাই মৌজার জনৈক আব্দুর রউফ প্রামানিকের জমির উপর বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধ সংযোগ নেয় আইয়ুব আলী।

এসময় অসাবধানতা বসত সে বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুলফিকার আলি মাষ্টার জানান, গত বছর সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আইয়ুব আলী এসএসসি পাস করে ধুনট সরকারী ডিগ্রী কলেজে ব্যবসায়ী বিভাগে ভর্তি হয়। সে বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।

ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর ব্যাপারে কারো কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিনা ময়না তদন্তে মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights