আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

যুদ্ধের মাঠে জেলেনস্কি, ‘সেনারা সবদিকেই আগাচ্ছে’

  • In অন্যান্য
  • পোস্ট টাইমঃ ২৭ জুন ২০২৩ @ ১০:৫২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ জুন ২০২৩@১০:৫২ পূর্বাহ্ণ
যুদ্ধের মাঠে জেলেনস্কি, ‘সেনারা সবদিকেই আগাচ্ছে’

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

যুদ্ধের মাঠে লড়াইরত সেনাদের পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন তার সেনারা একদিনে সব দিকেই এগিয়ে গেছে। যুদ্ধের মাঠ থেকে ফিরে জাতির উদ্দেশে এক বার্তায় তিনি বলেন, ‘আজকে খুশির দিন। আমার চাওয়ারা সেনারা এরমক দিন আরও পেয়ে যাক।’

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেস্ক থেকে দক্ষিণের পুরো এলাকায় যুদ্ধ চলছে। সেসব এলাকার সেনাদের একটি অংশের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাশিয়ায় ওয়াগনার বিদ্রোহের পর এই পরিদর্শন থেকে থেকে ফিরে মঙ্গলবার ভোরে দেয়া রাত্রীকালীন ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ব্যস্ত দিন ছিল প্রচুর আবেগ আমাদের যোদ্ধাদের সম্মান জানাই, ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানিয়েছি, তাদের সঙ্গে হাত মিলিয়েছি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান অস্ত্র সরবরাহ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আজ আমি যে এলাকায় ছিলাম, সেখানে এসব অস্ত্র আরও বেশি ক্ষমতা যোগাবে, এবং ইউক্রেনীয় জীবনের আরও সুরক্ষা দেবে। এছাড়া আমাদের বিজয়ের কাছাকাছি নিয়ে যাবে, এটাই মূল বিষয়। আমাদের সব ভূখণ্ড মুক্ত হবে-পুরো ভূখণ্ড।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয় সোমবার জেলেনস্কির কার্যক্রম নিয়ে চারটি ভিডিও প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, তিনি শত শত কিলোমিটার যুদ্ধের মাঠ ঘুরে দেখেছেন। অন্তত তিনটি স্থানে তিনি যুদ্ধের মাঠে সেনাদের পাল্টা হামলা প্রত্যক্ষ করেছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights