চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে পূবালী ব্যাংক লিমিটেডের ৫০০তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ মার্চ) শহরের মহসেনা লতিফ ভবনের দোতলায় রহনপুর শাখাটির উদ্বোধন করা হয়।
শাখা ব্যবস্থাপক টিএম ফয়সাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ব্যাংকটির উপ-মহা ব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চল প্রধান মোঃ রফিকুল ইসলাম ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খাঁন ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নজরুল অটো রাইস মিলের স্বত্বাধিকারী
মোঃ খাদেমুল ইসলাম, সরকার অটো রাইস মিলের স্বত্বাধিকারী মুসলে উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শাজাহান আলী, আম ব্যবসায়ীর সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, ইমান আহমেদ রুনু প্রমুখ।