আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

হরিপুরে দিশারি কিন্ডারগার্টেন স্কুলে সুন্দর লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত 

  • In শিক্ষা
  • পোস্ট টাইমঃ ২৫ জুন ২০২৩ @ ০১:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ জুন ২০২৩@০১:৪২ অপরাহ্ণ
হরিপুরে দিশারি কিন্ডারগার্টেন স্কুলে সুন্দর লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত 
ছবি- ফাইল ছবি

।।নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা কাঁঠাল ডাংগী বাজার সংলগ্ন অদ্য ২৫/৬/২৩ইং তারিখ রোজ রবিবার দিশারি কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে ছাত্র ছাত্রীদের মাঝে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় প্রায় ৮০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন, অত্র কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ আজমল হোসেন, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, রুখসানা পারভীন, রুমি আক্তার, নাহিদ হোসেন, সভাপতি জনাব মোঃ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এহসান উল্লাহ আরো স্হানীয় অবিভাবক মহল।

পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আজমল হোসেন, পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা হলেন প্লে শ্রেণির মোব্বাশির আক্তার, নার্সারির মাইসা আক্তার মিতু, প্রথম শ্রেণির সুমাইয়া, দ্বিতীয় শ্রেণির শারিকা আফরিন, তৃতীয় শ্রেনীর অর্পণ চন্দ্র, চতুর্থ শ্রেণির যুথি রানী, পঞ্চম শ্রেণির আল মুকিদ জিসান, এসময় ছাত্র ছাত্রীদের মাঝে পুরুষ্কার তুলে দেন বিদ্যালয় কতৃপক্ষ।

প্রধান শিক্ষক আজমল জানান- প্রতি বছর আমাদের প্রতিষ্ঠানটি মেধা বিকাশে সামনে ধাবিত হচ্ছে, আমরা চাই কোন বাচ্চা যেন পিছিয়ে না থাকে লেখাপড়ার পাশাপাশি হাতের লেখার প্রতি গুরুত্ব দিতে হবে তাহলে একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জানায়- আমরা হাতের লেখা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে খুব খুশি। অবিভাবক সওকত প্রধান জানায়- দিশারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের এই মহতী উদ্যেগ নেওয়ার জন্য বাচ্চাদের মেধা বিকাশ হাতের লেখার প্রতি সব সময় সজাগ থাকবে।

প্রধান শিক্ষক আজমল হোসেন- বলেন আমাদের বিদ্যালয়ে আরো তিনটি রুমের কাজ চলছে আর্থিকের সমস্যায় উপরে টিন দিতে পারছিনা। বাচ্চাদের বসতে সমস্যা হচ্ছে আমি চাই উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে প্রার্থনা আমাদের অসুবিধার বিষয় টা একটু বিশেষ বিবেচনায় নিবেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights