আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রূপনগরে গৃহকর্মীকে ৯ তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

রূপনগরে গৃহকর্মীকে ৯ তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

।।নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর মিরপুরের রূপনগরে তামান্না (১৮) নামে গৃহকর্মীকে নয় তলার ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে গৃহকর্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার সকালের দিকে রূপনগরের আরামবাগ এলাকায় একটি নয়তলা ভবনে এ ঘটনা ঘটে। ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত ভাঙাসহ কোমরে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

জানা গেছে, তামান্নার গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি সাত-আট মাস আগে ওই বাসায় কাজে আসেন। বিয়ের স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া ঢাকায় চলে আসেন ওই তরুণী। বাসায় গৃহকর্ত্রী ছাড়াও তাদের নয় ও ছয় বছরের দুটি ছেলে রয়েছে।
ওসি বলেন, আহত গৃহকর্মী তামান্না পুলিশের কাছে কাছে অভিযোগ করেছে, তাকে ওই বাসার গৃহকর্ত্রী নয় তলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেওয়াসহ গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, তামান্নার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যবস্থা নেবে।

ওই বাসার গৃহকর্তা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী সৈয়দ আখতারুজ্জামান সাংবাদিকদের জানান, ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন। ভবনের নিরাপত্তা প্রহরীর ফোনে গৃহকর্মী পড়ে যাওয়ার বিষয়টি জানান। আহত অবস্থায় ওই তরুণীকে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু) নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হলে তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আখতারুজ্জামান বলেন, তামান্নার চাচাতো বোন কুলসুম সাত-আট বছর ধরে কাজ করে আসছেন। তার মাধ্যমেই চার মাস আগে তামান্না তাদের বাসায় কাজশুরু করেন। তামান্নার গ্রামের বাড়ি ময়মনসিংহে। তার বাবা তাকে বিয়ে দিয়েছিল কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া ঢাকায় চলে আসেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights