আজ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

তফসিল ঘোষণার প্রতিবাদে ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ ও পথসভা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ নভেম্বর ২০২৩ @ ১১:৫৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৩@১১:৫৯ পূর্বাহ্ণ
তফসিল ঘোষণার প্রতিবাদে ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ ও পথসভা

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

তফসিল ঘোষণার প্রতিবাদে ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোট।

দলটির কেন্দ্রীয় কমিটির আধাবেলা হরতালের সমর্থনে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮ টায় উক্ত কর্মসূচি পালন করে সংগঠনটি।

ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে শহরের জনতা ব্যাংকের মোড় হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উৎপত্তিস্থলে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিকসা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর জেলা সিপিবি’র সম্পাদক মন্ডলির সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু প্রমূখ।

সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন- এই সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। বক্তারা বাম গণতান্ত্রিক জোট কর্তৃক আহূত আধা বেলা হরতাল সফল করার জন্য নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights