আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

হোয়াইট হাউজে ভোজসভায় মোদি-বাইডেন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৩ জুন ২০২৩ @ ১২:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ জুন ২০২৩@১২:২০ অপরাহ্ণ
হোয়াইট হাউজে ভোজসভায় মোদি-বাইডেন

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি মার্কিন কংগ্রেসে ভাষণ দেন মোদি। এছাড়া হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন তিনি।

মার্কিন কংগ্রেসে দেয়া ভাষণে নরেন্দ্র মোদি যৌথ গণতন্ত্র, সমতা ও বৈচিত্রের মূল্যবোধের কথা বলেন। ভারতের দ্রুত বাড়তে থাকা অর্থনৈতিক গতিশীলতা, ডিজিটালাইজেশন এবং বিনিয়োগকারীদের স্বর্গ বানানোর প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতের প্রথম কোনো নেতা হিসেবে মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন মোদি। এর আগে এই সম্মান পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং অতি সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

হোয়াইট হাউজের লনে মোদিকে ১৯বার গোলাধ্বনি এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে স্বাগত জানানো হয়। তাকে স্বাগত জানিয়ে বাইডেন বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে ভারত-যুক্তরাষ্ট্রের যৌথভাবে কাজ করা প্রয়োজন।

পরে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। এরপর দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মোদি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমি কন্ডাক্টর, মহাকাশ এবং টেলিকম খাতে সহযোগিতা সম্প্রসারণ করতে যাচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র।

পরে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন দুই নেতা। এই অনুষ্ঠানে ভারত ও যুক্তরাষ্ট্রের বহু কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও শিল্প ও বিনোদন ও ফ্যাশন জগতের তারকারাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন অ্যাপল প্রধান টিম কুক, গুগলের সুন্দর পিচাই, অর্থনীতিবিদ থমাস ফ্রায়েড ম্যান, পরিচালক মনোজ নাইট শ্যামালান, ডিজাইনার রালফ লরেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights