আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শেরপুরে বজ্রপাতে নববধূ নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ জুন ২০২৩ @ ০৭:১৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুন ২০২৩@০৭:১৫ অপরাহ্ণ
শেরপুরে বজ্রপাতে নববধূ নিহত

রায়হান পারভেজ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়া শেরপুর বজ্রপাতে ফাতেমা বেগম(২২) নামের এক নববধূ নিহত হয়েছে। বুধবার (২১জুন ) দুপুর ২টায় খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ী গড়ফা বিলের ভিতরে এ ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ খামারকান্দি ইউনিয়নের মাগুরার তাইর খোকসাগাড়ী গ্রামের কৃষক রনির স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই গৃহবধূর বাড়ি দিনাজপুরে। তার নাম ছিল রঞ্জনা রানী। গত দুই মাস পূর্বে হিন্দু ধর্ম থেকে মুসলিম হলে তার নাম রাখা হয় ফাতেমা। এরপর শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে এক মুসলিম পরিবারে বিয়ে হয়। গত দুই মাস হল সেখানে সে ঘর সংসার করছে। বুধবার দুপুরে বিলের ভিতর হাঁস আনতে যায়, এ সময় হঠাৎ বজ্রপাতে গৃহবধূ ফাতেমা বেগমের ডান কানের লতি, গলা, বুক এবং পিঠ পুড়ে যায় এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে ইউপি সদস্য মিলন হোসেন জানান, দুপুরের দিকে আবহাওয়া মেঘাছন্ন দেখে বিলের ভেতর থেকে হাঁস আনতে যায়। তখন বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে শেরপুর থানা অফিসার্স ইনচার্জ বাবু কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights