আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রুশ সতর্কতার পর বিশ্বজুড়ে বাড়ছে গমের দাম

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২০ জুলাই ২০২৩ @ ১০:০১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ জুলাই ২০২৩@১০:০১ পূর্বাহ্ণ
রুশ সতর্কতার পর বিশ্বজুড়ে বাড়ছে গমের দাম

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

বিশ্ব বাজারে দ্রুত বাড়তে শুরু করেছে গমের দাম। ইউক্রেনীয় বন্দরের উদ্দেশে যাওয়া জাহাজগুলোকে রাশিয়া সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে পারে এমন হুঁশিয়ারির পর বিশ্ব বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদে খাদ্য পরিবহনের নিশ্চয়তা দেয়া এক চুক্তি থেকে চলতি সপ্তাহে বেরিয়ে গেছে মস্কো। হোয়াইট হাউজের এক মুখপাত্র অভিযোগ করেছেন, বেসামরিক জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করার পরিকল্পনা করছে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দাবি পূরণ হলে তাৎক্ষণিকভাবে চুক্তিতে ফিরে যাবেন তিনি। তার দাবির মধ্যে রয়েছে রাষিয়ার কৃষি বিষয়ক ব্যাংককে বৈশ্বিক লেনদেন ব্যবস্থায় ফিরিয়ে নেয়া।

চুক্তি থেকে বেরিয়ে যাবার পর বুধবার ইউক্রেনের বেশ কয়েকটি শহরে জোরালো হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে শস্য রপ্তানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং দুর্বল দেশগুলোর ঝুঁকি বাড়াচ্ছে।

এমন পরিস্থিতিতে বুধবার ইউরোপিয়ান স্টক এক্সচেঞ্জে গমের দাম বেড়ে যায় আগের দিনের তুলনায় ৮.২ শতাংশ। সেখানে প্রতি টন গমের দাঁড়ায় ২১৯.৭৮ মার্কিন ডলার। আর ভুট্টার দাম বাড়ে প্রায় ৫.৪ শতাংশ। যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে গমের দাম বাড়ে ৮.৫ শতাংশ।

ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি বলেছেন রুশ হামলায় ৬০ হাজার টন শস্য নষ্ট হয়েছে। এছাড়া শস্য রপ্তানি অবকাঠামোর উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights