আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

অবৈধ সম্পদ অর্জনের মামলা: বরখাস্ত ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদন্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলা: বরখাস্ত ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদন্ড

।।আদালত প্রতিবেদক।।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার আইনের মামলায় বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। এছাড়া অপর তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদন্ড প্রাপ্ত আসামিরা হলেন- ডিআইজি মিজানের ছোটভাই মাহবুবুর রহমান, ভাগনে মাহমুদুল হাসান ও মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না।

এদিন রায় ঘোষনা থাকায় ডিআইজি মিজানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলায় মিজানের ছোটভাই মাহবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসান জামিনে আছেন। এছাড়া মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন আদালত। এ নিয়ে ডিআইজি মিজানের বিরুদ্ধে দ্বিতীয় মামলার রায় ঘোষণা হলো। এর আগে গত ৫ জুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিউপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এ দিন আসামি । এ মামলায় অভিযোগপত্রভুক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

জানা যায়, ২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights