আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধুনটে মহিলা গাঁজাচাষী আটক

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ জুলাই ২০২৩ @ ০৩:০৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুলাই ২০২৩@০৩:০৮ অপরাহ্ণ
ধুনটে মহিলা গাঁজাচাষী আটক

ধুনট (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার ধুনটে ২টি গাঁজা গাছসহ মাজেদা খাতুন (৩৫) নামের এক মহিলা গাঁজাচাষীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডুহড়ী গ্রামের আবুল কালামের স্ত্রী। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টায় তাকে নিজ বাড়ি থেকে গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।

ধুনট থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৯ টায় উদ্ধার অভিযানে উপজেলার চিকাশী ইউনিয়নের মফিজ মোড়ে অবস্থান করছিলো ধুনট থানা পুলিশের একটি চৌকস দল। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডুহড়ী গ্রামে অভিযান চালিয়ে মাজেদা খাতুনকে ৫ ফিট ৬ ইঞ্চি উচ্চতার ২টি গাঁজার গাছসহ আটক করে। যার ওজন ৫ কেজি ৩’শ গ্রাম। এ ঘটনায় ধুনট থানার এসআই আব্দুল মতিন বাদী হয়ে গাঁজা চাষকারী মাজেদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, আটককৃত গাঁজা চাষকারী মাজেদা খাতুনকে থানা হাজত থেকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights