আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গাজীপুরে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ জুন ২০২৩ @ ০২:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুন ২০২৩@০২:৫৩ অপরাহ্ণ
গাজীপুরে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

।।নিজস্ব প্রতিবেদক।।

গাজীপুরের টঙ্গীতে বেতন ভাতার দাবিতে ‘প্রিন্স জ্যাকের্ড সোয়েটার লিমিটেড’ নামক একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। (২১জুন) সকালে সাড়ে ৯ টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে ।

শ্রমিকদের বিক্ষোভ মিছিলটি বাগানবাড়ি এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে বের হলে পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে তাদের ওপর ইট, পাটকেল নিক্ষেপ করে।

শ্রমিকরা জানায়, কারখানাটিতে প্রায় সাড়ে ৭০০ জন শ্রমিক কাজ করে। গত এপ্রিল মাসে ওই কারখানার ৫০ জন শ্রমিকের ৫০ শতাংশ বেতন বকেয়া রাখে মালিকপক্ষ। গত মে মাস আবারও কারখানা সব শ্রমিকের বেতন ভাতা বকেয়া রাখেন তারা। মঙ্গলবার সকলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও কারখানার মালিকপক্ষ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করিনি। ওই দিন শ্রমিকরা দিনভর বেতন-ভাতার জন্য অপেক্ষা করে বিকেলের দিকে বিক্ষোভ করে চলে যান।

বুধবার (২১জুন) সকালে কারখানার শ্রমিকরা আবারও কারখানায় আসলে কারখানা তালাবদ্ধ দেখতে পান। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে বাগান বাড়ি এলাকা থেকে বের হন। এসময় পুলিশ শ্রমিকদের মহাসড়কে উঠতে বাঁধা দেয়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মোঃ ওসমান গণি জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছিল। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights