আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী দল

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২০ জুন ২০২৩ @ ০৭:৫০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ জুন ২০২৩@০৭:৫০ অপরাহ্ণ
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী দল

 ।।ক্রীড়া প্রতিবেদক।।

বাংলাদেশ নারী দল জয় দিয়েই ইমার্জিং এশিয়া কাপ শুরু করেছিল। তবে গ্রুপ পর্বের অন্য দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি করে টাইগ্রেসরা। এতে ৪.৮৫০রেটিং পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখে লতা মন্ডলের দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পায় বাঘিনীরা। তবে বৃষ্টির বাগড়ায় গতকাল খেলা মাঠে না গড়ালে আজ রিজার্ভ ডে তে গড়ায় ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ৬রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেছে লতা মণ্ডলের দল।

আজ রিজার্ভ ডেতেও ম্যাচে ছিল বৃষ্টির বাঁধা। এ কারণে টসও হয় দেরিতে। শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ালেও কমিয়ে আনা হয় ৯ওভারে। বাংলাদেশের দেয়া ৬০রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার আয়মান ফাতেমা এবং শাওয়াল জুলফিকার। দুজনে মিলে গড়েন ২৬রানের জুটি

এদিকে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রাবেয়া খান। তৃতীয় ওভারের শেষ বলে ফাতেমা কে আউট করে ওপেনিং জুটি ভাঙেন তিনি। এদিকে ৪ওভার শেষে ৯উইকেট হাতে রেখে পাকিস্তানের তখন প্রয়োজন ৩৪রান। ষষ্ঠ ওভারের শেষ বলে আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকেও সাজঘরে ফেরান ব্যাট হাতে বড় ইনিংস খেলা নাহিদা আক্তার। তার বলে ক্যাচ দিয়ে ১১রানে আউট হন শাওয়াল। পাকিস্তানের তখন প্রয়োজন ১৮ বলে ২৭রান। এরপরের ওভারে সাদাফ শামাসকেও বোল্ড করে সাজঘরে ফেরান রাবেয়া খান।

এরপর বল হাতে মারুফা আক্তার আরও এক উইকেট নিলে পাকিস্তানের ইনিংস থামে ৫৩রানেই। আর এতেই টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশের বাঘিনীরা। ব্যাট হাতে টাইগ্রেসদের হয়ে আজ দ্বিতীয় সর্বোচ্চ ১০রান করার পাশাপাশি বল হাতেও সর্বোচ্চ ২টি উইকেট নেন রাবেয়া।এদিকে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যর্থ হন দুই টাইগ্রেসদের ওপেনার। দুজনই ৪রান করে ফিরে যান সাজঘরে। এরপর মিডল অর্ডারও ব্যর্থ হয় দলের হাল ধরতে।

বাঘিনীদের হয়ে ব্যাট হাতে আজ দুই অঙ্কের স্কোর করতে পেরেছেন মাত্র দুইজন। দুই বোলার রাবেয়া খান এবং নাহিদা আক্তারের ১০এবং ২১রানের ইনিংসে ভর করে পাকিস্তানকে ৬০রানের লক্ষ্য দিতে সমর্থ হয় তারা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights