আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনি ‘অবৈধ বসতি’ নির্মাণ  বন্ধ করতে  বললেন  জাতিসংঘ  প্রধান

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২০ জুন ২০২৩ @ ০৩:৩১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুন ২০২৩@১১:১৮ পূর্বাহ্ণ
ফিলিস্তিনি ‘অবৈধ বসতি’ নির্মাণ  বন্ধ করতে  বললেন  জাতিসংঘ  প্রধান

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ইসরায়েলকে অবিলম্বে দখলকৃত ফিলিস্তিনি এলাকায় বসতি নির্মাণের সব ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন,ইসরায়েলের এই নির্মাণ কার্যক্রম এগিয়ে যাওয়ায় উত্তেজনা ও সহিংসতা বাড়ছে এবং এই বসতি টেকসই শান্তির বড় বাঁধা।

সোমবার দখলকৃত পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে। এসময় ১৫ বছরের এক শিশুসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত ও৯০ জনের বেশি আহত হয়েছেন। এই ঘটনার পর ইসরায়েলকে বসতি নির্মাণ বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

সোমবার জেনিন ক্যাম্পে হেলিকপ্টার গানশিপ পাঠায় ইসরায়েল। নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে রকেট হামলা চালায় তারা। অপর দিকে ফিলিস্তিনি যোদ্ধারা ছোট ছোট অস্ত্র ও বিস্ফোরক নিয়ে কয়েক ঘণ্টা লড়াই চালিয়ে যায়। বেশ কয়েকটি ইসরায়েলি গাড়ি বিকল হয়ে পড়ে সেনারা আটকে পড়ে। প্রায় দশ ঘণ্টা লড়াইয়ে আট সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

সোমবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, মহাসচিব পুনর্ব্যক্ত করেছেন যে, এসব বসতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসব অবৈধ বসতি উত্তেজনা ও সহিংসতার বড় কারণ এবং মানবিক সংকট গভীর করে তুলছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights