আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

উন্মুক্ত হবে জুলিয়াস সিজারের খুন হওয়া চত্বর

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২০ জুন ২০২৩ @ ০২:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুন ২০২৩@০৮:৫৪ অপরাহ্ণ
উন্মুক্ত হবে জুলিয়াস সিজারের খুন হওয়া চত্বর

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

প্রাচীন রোমান সম্রাট জুলিয়াস সিজারকে যে স্থানে খুন হয়েছিলেন, সেই চত্বরের পাশ দিয়ে হাঁটার সুযোগ পেতে যাচ্ছেন পর্যটকেরা। মঙ্গলবার ওই চত্বরের পাশ দিয়ে একটি হাঁটার রাস্তা উন্মুক্ত করে দিতে যাচ্ছে রোম কর্তৃপক্ষ।

৪৪ খ্রীষ্টপূর্বাব্দের ১৫ মার্চ একদল সিনেটরের ছুরিকাঘাতে খুন হয়েছিলেন রোমান সম্রাট জুলিয়াস সিজার। এই বর্ণনা উঠে এসেছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক জুলিয়াস সিজারে।

ধারণা করা হয় রোমের মধ্যস্থলের লার্গো আর্জেন্টিনা স্কয়ারে খুন হয়েছিলেন। সেখানে এখন চারটি মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। এসব ধ্বংসাবশেষ বর্তমানে রাস্তার চেয়ে নিচুতে রয়েছে। খুলে দেয়ার আগ পর্যন্ত এগুলো কেবল ব্যস্ত সড়কের ওপর থেকে দেখা যেত।

মঙ্গলবার থেকে পর্যটকেরা ধ্বংসাবশেষের মধ্য দিয়ে হাঁটতে পারবেন এবং অবকাঠামোগুলো কাছ থেকে দেখার সুযোগ পাবেন। চত্বরটি উন্মুক্ত করে দেয়ার কাজে অর্থায়ন করেছে ইতালির ফ্যাশন হাউজ বুলগেরি। ১৯২০ এর দশকে চত্বরটি সন্ধান পাওয়া যায়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights