আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আজ ওমানের সঙ্গে এলএনজি আমদানি চুক্তি

  • In ব্যবসা বাণিজ্য
  • পোস্ট টাইমঃ ১৯ জুন ২০২৩ @ ০২:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ জুন ২০২৩@০২:০০ অপরাহ্ণ
আজ ওমানের সঙ্গে এলএনজি আমদানি চুক্তি

।।নিজস্ব প্রতিবেদক।।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির লক্ষ্যে এবার ওমানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ তেল গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি) দ্বি-পাক্ষিক এই চুক্তিটি সই করবে বলে বিশেষ সূত্রে জানা যায়।

সোমবার (১৯জুন) সন্ধ্যা ৭ টায় চুক্তিটি সই হবে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে ওমানের সঙ্গে এলএনজি আমদানির জন্য এটি হবে একটি দীর্ঘমেয়াদি চুক্তি। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে।

এ বিক্রয়-ক্রয় চুক্তির (এসপিএ) অধীনে ২০২৬সাল থেকে ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে বার্ষিক ০.২৫থেকে ১.৫মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) এলএনজি পাবে বাংলাদেশ।

সম্প্রতি বাংলাদেশ ২০২৬সাল থেকে পরবর্তী ১৫বছরের জন্য বার্ষিক অতিরিক্ত ১৫লাখ টন এলএনজি পাওয়ার জন্য কাতারের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন রাস লাফান লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের (কাতারগ্যাস) সঙ্গে নতুন এ চুক্তিটি করেছে পেট্রোবাংলা।

ওই চুক্তির অধীনে কাতার ২০২৬থেকে ২০৪০সাল পর্যন্ত প্রতিবছর অতিরিক্ত প্রায় ১.৫এমটিপিএ এলএনজি সরবরাহ করবে। এর মধ্যে বাংলাদেশ ২০২৬সালে ১২ টি এলএনজি এবং ২০২৭সালে ২৪ টি কার্গো পাবে।

বর্তমানে বাংলাদেশ ২০১৭সালে স্বাক্ষরিত একটি বিদ্যমান চুক্তির অধীনে ২০১৮সাল থেকে ১.৮২থেকে ২.৫মিলিয়ন এমটিপিএ এলএনজি আমদানি করছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights