আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে পা পিছলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৫ জুন ২০২৩ @ ০৮:৩৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ জুন ২০২৩@০৮:৩৭ অপরাহ্ণ
নন্দীগ্রামে পা পিছলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি- ফাইল ছবি

।।নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে সাদিক (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল উত্তর শুখানগাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। শিশু সাদিক ওই গ্রামের হাবিবুর রহমানের পুত্র।

পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে শিশুটি বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে সিধইল মদিনাতুল উলুম কারবালা কওমি মাদ্রাসার পুকুর পাড়ে খেলা করছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলাধুলার সময় শিশুটি পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নন্দীগ্রাম থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights