আজ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুদানে বিমান হামলা, নিহত অন্তত ১৭

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৮ জুন ২০২৩ @ ১০:৪৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুন ২০২৩@১০:৪৮ পূর্বাহ্ণ
সুদানে বিমান হামলা, নিহত অন্তত ১৭

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

সুদানের রাজধানী খার্তুমে এক বিমান হামলায় পাঁচ শিশুসহ ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শনিবার ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলায় চালানো এই হামলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়েছে।

বিমান হামলার একদিন আগে সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ওপর হামলা জোরালো করার হুঁশিয়ারি দেন দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ জেনারেল। দেশটির সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে লড়াই চলছে।

জুনের শুরুতে আরএসএফ ইয়ারমুক জেলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে। রাজধানীর এই এলাকাটিতে একটি অস্ত্র উৎপাদন কারখানা রয়েছে।

শনিবার রাতের দিকে যুদ্ধরত পক্ষগুলো ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। রবিবার ভোর ছয়টা থেকে শুরু হতে যাওয়া যুদ্ধবিরতির মধ্যস্ততা করেছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। তবে অতীতে এই ধরনের যুদ্ধবিরতি পালন হয়নি।

ওই যুদ্ধে প্রাণহানির নির্দিষ্ট সংখ্যা যাচাই করা কঠিন। তবে ধারণা করা হয় ক্রসফায়ারে পড়ে বহু বেসামরিকসহ এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। প্রায় ২২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং পাঁচ লাখের বেশি মানুষ প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আরএসফ দাবি করেছে, শনিবার মাইয়ো, ইয়ারমুক এবং মান্দেলা এলাকার বেসামরিকদের লক্ষ্য করে চালানো হয়। তবে সেনাবাহিনী এই বিষয়ে কিছু বলেনি।যুদ্ধ শুরু হওয়ার পর লাখ লাখ বেসামরিক সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশি দেশ চাদে আশ্রয় নিয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights