আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লোকনাথ শান্তি নিকেতনে রথযাত্রা উপলক্ষ্যে মতবিনিময় সভা

  • In ধর্ম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৭ জুন ২০২৩ @ ১০:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুন ২০২৩@১০:৫৩ অপরাহ্ণ
লোকনাথ শান্তি নিকেতনে রথযাত্রা উপলক্ষ্যে মতবিনিময় সভা

।।পাইকগাছা প্রতিনিধি।।

আগামী মঙ্গলবার (২০জুন) শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় রথযাত্রা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে পাইকগাছার ঘোষনগর কাশিমনগর শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী শান্তি নিকেতন প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রথযাত্রা পালন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ মোহন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রকাশ দালালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সময় বক্তব্য রাখেন- কল্যাণ বসু, খলিলনগর ইউপির চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, কপিলমুনি বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী মুরারী মোহন দত্ত, বিপ্রদাশ দেবনাথ, অশোক হোড়, পবিত্র সাধু, অজয় সাধু, সাংবাদিক জগদীশ দে, জয়ন্ত পাল, হিমাদ্রী শেখর দে, কার্ত্তিক সাধু, মধুসূদন হালদার, নিত্যানন্দ বিশ্বাস, উত্তম ঘোষ, গোপাল সরকার, প্রদীপ ঘোষ, নারায়ণ দেবনাথ ও ঋষিকেশ দালাল প্রমুখ।

উক্ত সভায় রথযাত্রা সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পালন পূর্বক ৭ জুলাই শুক্রবার সকাল ১০টায় লোকনাথ মন্দিরে ঘোষনগর কাশিমনগর শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী শান্তি নিকেতনের উপদেষ্টা ও পরিচালনা পরিষদের কর্মকর্তা যুগোল কিশোর দে, হরিপদ সাধু, পরিতোষ মন্ডল, রথীন্দ্র নাথ দত্ত, অসীম দাশ ও সন্দীপ সাধুর মৃত্যুতে তাদের আত্মার শান্তি কামনায় ভাগবত আলোচনা ও প্রসাদ বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সভায় উপস্থিত সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দের সম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতি সভার মূলতবি ঘোষণা করেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights