আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আমের বস্তায় বোমঃ অধ্যক্ষের ঠিকানায়

আমের বস্তায় বোমঃ অধ্যক্ষের ঠিকানায়

।।নিজস্ব প্রতিবেদক।।

নাটোর গুরুদাসপুরের সরকারী বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিএম কলেজে পাওয়া একটি বস্তা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাদা রঙের ওই প্লাস্টিকের বস্তাটির গায়ে ৩০কেজি আম্রপালী আমের কথা লেখা আছে। কিন্তু সেখানে বিস্ফোরক দ্রব্য সাদৃশ্য বস্তুর উপস্থিতি পেয়েছে র‍্যাবের বোমা নিস্ক্রিয়কারী একটি দল।

শনিবার (১৭জুন) সকাল ৯টার দিকে গুরুদাসপুর পৌর সদরের সরকারী বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান,তথ্য ও প্রযুক্তি বিএম কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে এই বস্তা পাওয়া যায়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানিয়েছেন- রাজশাহী থেকে আসা র‌্যাবের বোমা নিস্ক্রীয়কারী দলটি দুপুর ৩ টার দিকে বস্তাটি পরীক্ষা করে। এসময় র‌্যাবের দলটি ওই বস্তায় বিস্ফোরক দ্রব্য সাদৃশ্য বস্তু থাকার কথা জানান। বিস্ফোরক দ্রব্য সাদৃশ্য বস্তুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন হওয়ায় র‌্যাবের দলটি নিস্ক্রীয় করতে পারেনি। ফলে ঢাকার র‌্যাবের বোমা নিস্ক্রীয়কারী দলকে তথ্য উপাত্ত পাঠিয়েছে।

কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান সাইদ জানান- প্রাতিষ্ঠানিক কাজে শনিবার সকালে তিনি কলেজে গিয়েছিলেন। নিজ কার্যালয়ের দরজার সামনে সাদা রঙের একটি ভরা বস্তা দেখতে পান তিনি। সেখানে লেখা রয়েছে আম্রপালী ৩০কেজি। ঠিকানা- প্রাপক প্রিন্সিপাল, বঙ্গবন্ধু কলেজ, গুরুদাসপুর নাটোর। নিচে তার মোবাইল নম্বর লেখা ছিলো। বস্তাটি দেখে সন্দেহ হওয়ায় তিনি গুরুদাসপুর থানায় খবর দেন।

অধ্যক্ষ আরো বলেন, কলেজটি নিয়ে একটা মহলের সাথে তার দ্বন্দ্ব চলছে। মূলত তাদেরই কেউ নাশকতার উদ্দেশ্যে পার্সেলের মধ্যে বিস্ফোরক জাতীয় কিছু পাঠাতে পারেন।

এদিকে সকাল সাড়ে ৯ টার পর কলেজ ক্যাম্পাসে পুলিশ অবস্থান করে। বিষয়টি ছড়িয়ে পড়লে কলেজ ক্যাম্পাসে উৎসুখ জনতার ভিড় বাড়তে থাকে। বেলা ৩ টা নাগাদ র‌্যাবের বোমা নিস্ক্রীয়কারী দলটি বিস্ফোরক দ্রব্য সাদৃশ্য বস্তুর ধারণা করার পর থেকে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে। বর্তমানে ক্যাম্পাসে পুলিশ পাহারা বাড়ানো হয়েছে। ঘিরে রাখা হয়েছে ওই বস্তাটি।

এরআগে ২০২১সালে ১২জুলাই গুরুদাসপুর পৌরসদরের উত্তর নাড়িবাড়ি মোড়ে পরিত্যক্ত অবস্থায় চারটি তাজা বোমা পাওয়া যায়। পরে ঢাকা থেকে আসা র‌্যাবের বোম নিস্ক্রীয়কারী দল নারিবাড়ী বিলে ওই বোমা চারটি নিস্ক্রীয় করে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights