আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

তালগাছে বিষ : ৪ লাখ জরিমানা, চাকরি থেকে বরখাস্ত

তালগাছে বিষ : ৪ লাখ জরিমানা, চাকরি থেকে বরখাস্ত

বিডিহেডলাইন্স ডেস্ক :

রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারি সড়কের পাশে লাগানো অর্ধশত তালগাছ মারতে অভিনব কায়দায় কীটনাশক প্রয়োগের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমকে চার লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে করখণ্ড দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবে থাকা এই নেতাকে সেই মাদ্রাসা থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শাহরিয়ার আলমের পক্ষে ছিলেন আইনজীবী মো. জাহিদুল হক জাহিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। দৈনিক প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ারেস আল হারুনী।

আদালত আদেশে ৬০ দিনের মধ্যে এ টাকা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জমা দিতে বলেছেন। কৃষি কর্মকর্তা এ অর্থ দিয়ে যেসব তালগাছ জীবিত আছে সেগুলো পরিচর্যা করবেন। এছাড়া নতুন করে গাছ লাগাবেন। আর ৩০ দিনের মধ্যে শাহরিয়ার আলমকে করখণ্ড দাখিল মাদ্রাসার শিক্ষক পদ থেকে বহিষ্কার করতে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আদালত এই রায় ও আদেশ রাজশাহী জেলা আওয়ামী লীগ বরাবর পাঠাতে বলেছেন, তারা যেন এ বিষয়ে তাদের দলীয় সিদ্ধান্ত নিতে পারবেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights