আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যান বাবু গ্রেফতার

নাদিম হত্যায় অভিযুক্ত চেয়ারম্যান বাবু গ্রেফতার

।।নিজস্ব প্রতিনিধ।।

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি(ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পঞ্চগড় থেকে আটক হয়েছেন। র‍্যাবের একটি সূত্র পাওয়া খবরের সত্যতা প্রকাশ করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি চর তিস্তাপাড়া থেকে তাকে র‍্যাবের একটি দল আটক করে বলে জানা গেছে।

উল্লেখ্য, জামালপুরের বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী, সন্তান ও সহকর্মীরা।

তিনি এর আগেও নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন বলে জানান স্ত্রী মনিরা বেগম। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চেয়ারম্যানসহ এ ঘটনায় জড়িত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৫জুন) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে, বুধবার (১৪জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় হামলার শিকার হন তিনি।

নিহতের সহকর্মীরা জানান, বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ও তার সহকর্মী আল মুজাহিদ বাবু। পথে বকশীগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে সামনে থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়।

এরপর দেশীয় অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনেহিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। সেসময় সহকর্মী মুজাহিদ তাদের আটকাতে গেলে তাকেও মারধর করে দুর্বৃত্তরা।

পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মী মুজাহিদ ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরিশেষে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক নাদিম।

এতে নাদিম হত্যার আসামি চেয়ারম্যান বাবুকে গ্রেফতারে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আজ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি চর তিস্তাপাড়া থেকে তাকে র‍্যাবের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights