আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মানব পাচার নিয়ে মার্কিন প্রতিবেদন, আগের অবস্থানেই বাংলাদেশ

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৬ জুন ২০২৩ @ ০৫:২৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুন ২০২৩@০৫:২৫ অপরাহ্ণ
মানব পাচার নিয়ে মার্কিন প্রতিবেদন, আগের অবস্থানেই বাংলাদেশ

।।কূটনৈতিক প্রতিবেদক।।

মানব পাচার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদন ২০২৩ সালের র‌্যাঙ্কিং অনুসারে এবারও দ্বিতীয় স্তরে অবস্থান করছে বাংলাদেশ। স্টেট ডিপার্টমেন্টে যুক্তরাস্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন বৃহস্পতিবার রাতে এই প্রতিবেদন প্রকাশ করেন। বাংলাদেশ এই নিয়ে চতুর্থবারের মত মানব পাচার নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে একই অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের ২০২৩ সালের মানব পাচার প্রতিবেদনে বাংলাদেষ সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশ মানব পাচার প্রতিরোধে নূন্যতম মান পূরণ করতে না পারলেও মানব পাচার প্রতিরোধে উল্লেখ্যযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ সরকার মানব পাচার প্রতিরোধে আগের বছরগুলোর তুলনায় বাড়তি পদক্ষেপ গ্রহণ করায় দেশটি দ্বিতীয় স্তরে অবস্থান করছে।

বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বৃদ্ধি করা, মানব পাচারের শিকার হওয়া রোহিঙ্গা সদস্যদের বিষয়গুলো প্রথমবারের মত তদন্ত করা। বাংলাদেশ প্রথমবারের মত জাতীয় মানব পাচার গবেষণাপত্র প্রকাশ করেছে।

যদিও বাংলাদেশ সরকার মানব পাচার প্রতিরোধে আইন শঙ্খলা বাহিনীর প্রচেষ্টা বাড়িয়েছে কিন্তু অভ্যন্তরীণ যৌন পাচার বা এই বিষয়ে অফিসিয়াল জটিলতা দূর করতে পদক্ষেপ নেয়নি। বাংলাদেশকে মানব পাচার প্রতিরোধে নূন্যতম শর্তগুলো পূরণ করতে হবে, এই বিষয়ক ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বাড়াতে হবে, আইনি পদক্ষেপ আরো বাড়াতে হবে, এই ইস্যূতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটাপর হাস বলেন, মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়েছে। মানব পাচার নির্মূলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকার এবং জনগনের সঙ্গে কাজ করে যাবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights