আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পঞ্চগড়ে উদ্বোধন হলো দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র

পঞ্চগড়ে উদ্বোধন হলো দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র

মো: রনি মিয়াজী
পঞ্চগড় প্রতিনিধি।।

শ্রীমঙ্গলের পর দীর্ঘ ২৩ বছর পর দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন হলো সমতলের চায়ের রাজধানী নামে খ্যাত উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে৷

আজ শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে জেলা সরকারি অডিটোরিয়ামে প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এ চা নিলাম কেন্দ্রের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী এ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন,পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো.আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আমিরুল হক খোকন,পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা,পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আঃ হান্নান শেখ, পঞ্চগড়ের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।

উদ্বোধন শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চা নিলাম কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights