আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৬ জুন ২০২৩ @ ১২:০৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুন ২০২৩@১২:০৮ অপরাহ্ণ
কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
ছবি- সংগ্রহ

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

কানাডার ম্যানিটোবা প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫জনের মৃত্যু হয়েছে। একটি সেমি ট্রেইলার ট্রাক এবং একটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে বেশিরভাগ বয়স্ক ব্যক্তি ছিল বলে পুলিশ জানিয়েছে। উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর বিবিসির।

টুইট বার্তায় ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বলেছে- এর প্রধান অপরাধ ইউনিটসহ এর সব সংস্থান ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ১১টা ৪৩মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং ১২টি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে আরসিএমপি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে। হান্ডি ট্রানজিট গাড়িতে থাকা বেশিরভাগ বয়স্ক ব্যক্তি ডাউফিন, ম্যানিটোবা এবং আশেপাশের এলাকার ছিল।

কর্মকর্তারা বলছেন, দুই চালকসহ কমপক্ষে ১০ জন হাসপাতালে রয়েছেন। দুর্ঘটনাস্থলের কাছে মহাসড়কের কয়েক কিলোমিটার বন্ধ থাকায় আরসিএমপি গাড়ি চালকদের এলাকা এড়িয়ে যেতে বলেছিল।

একজন প্রত্যক্ষদর্শী সিবিসি নিউজকে বলেছেন- স্থানীয় সময় দুপুরের পর একটি খাদে একটি জ্বলন্ত যান তিনি দেখতে পান। জন প্রুভেন এই দৃশ্যকে ‘শকিং’ বলে বর্ণনা করেন। তিনি বলেন- এত বড় দুর্ঘটনা আমি কখনো দেখিনি।

তিনি কাছাকাছি একটি সেমি ট্রেইলার ট্রাককে সামনের দিকে পোড়া দেখেছেন এবং প্রায় ২০টি পুলিশের গাড়ি এবং আটটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে বলে জানান।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights