আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মারধরের ঘটনায় সড়ক অবরোধ

  • In শিক্ষা, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ জুলাই ২০২৩ @ ০৭:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুলাই ২০২৩@০৭:১৪ অপরাহ্ণ
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মারধরের ঘটনায় সড়ক অবরোধ

।।খুলনা প্রতিনিধি।।

আজ শুক্রবার ১৪ই জুলাই দুপুর ১টা থেকে নগরীর গল্লামারী মোড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দু’ঘণ্টা অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র শাফায়েত সাগর নামের এক শিক্ষার্থীকে ট্রাক চালক কর্তৃক মারধরের অভিযোগ ওঠে। মারধরের শিকার হওয়া শিক্ষার্থীর দিকে ট্রাকচালক ট্রাক বেশি চাপিয়ে দেওয়ায় কথা বলতে গেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতাণ্ডা শুরু হয়। বাকবিতাণ্ডার একপর্যায়ে ওই ট্রাকচালক ও তার সহযোগীরা মিলে শিক্ষার্থীর গায়ে হাত তোলে। ওই শিক্ষার্থীর নাকে মুখে মারাত্মক ভাবে জখমের অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গল্লামারি মোড়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে।

অবরোধরত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তা ও ট্রাক চালকসহ জড়িত সকালের দ্রুত শাস্তির দাবি জানান। অবরোধরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তাদের দুই দফা দাবি না মানা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে, অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার দেখানো এবং শিক্ষার্থীদের সাথে অসাদচরণ করা দুইজন পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় নিয়ে আসা।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের মুখে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন। এ সময়ে খুলনা (দক্ষিণ বিভাগ) পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের আশ্বাসে বিকেল তিনটায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং তিনি বলেন, এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সাথে অসাদচরণ করা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights