আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বগুড়ায় ট্রাক চাপায় শিশুসহ নিহত ৩

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ জুন ২০২৩ @ ০৬:২৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুন ২০২৩@০৬:২৮ অপরাহ্ণ
বগুড়ায় ট্রাক চাপায় শিশুসহ নিহত ৩

একে আজাদ
বগুড়া প্রতিনিধি।।

বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়ার মহাসড়কের ট্রাকচাপায় মহিলা ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর সাড়ে ৪ টার দিকে উপজেলার হাজিপুর মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), রাজশাহীর গোলাম কবির (৪০) ও মহিলার নাম জানা যায়নি। আহতরা হলেন, হামছায়াপুর এলাকার তানজিলা আক্তার (২৪), নরসিংদি এলাকার মোজাম্মেল হক (৫০), শেরপুর শান্তিনগর এলাকার আসাদ হোসেন (৪০), গাড়ীদহ এলাকার সিএনজি চালক রুবেল হোসেন (৩০)।

স্থানীয়রা জানান , শেরপুর বাসট্যান্ড হতে সিএনজি যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় হাজীপুর মডেল মডেল মসজিদের সামনে পৌছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক সিএনজিকে চাপাদিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেন শিশুসহ একমহিলা মারা যায়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ৫জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কবির নামের আরেকজন মারা যায়।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সাব অফিসার সিদ্দিকুর রহমান বলেন, নিহতদের হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights