আজ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক গ্রেফতার

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক গ্রেফতার

।।নিজস্ব প্রতিনিধি।।

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার ঘটনায় দুই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ পারভেজ ইসলাম। গ্রেফতারকৃত দু’জন হলেন- ডা. শাহজাদী ও ডা. মুন্না। ওসি পারভেজ ইসলাম জানান- গ্রেফতারের পর আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামে এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী সুমন। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক সন্তানও।

ওসি জানান, এ ঘটনায় বুধবার ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের হয়েছে। মামলায় মোট ৫জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া কয়েকজন ‘অজ্ঞাত’ আসামির নামও উল্লেখ করা হয়েছে। তবে মামলায় ডা. সংযুক্তা সাহাকে এজাহারভুক্ত করা হয়নি। ওসি বলেন- তিনি দেশের বাইরে ছিলেন। মামলায় তার নাম উল্লেখ করা হয়নি।

অভিযোগ প্রসঙ্গে ডা. সংযুক্তা সাহা বলেন- “রোগীর পরিবার অনেক কিছুই বলতে পারে, কারণ তারা স্বজন হারিয়েছেন। কিন্তু বাঁচা-মরা তো আল্লাহর ইচ্ছা। আমরা তো ইচ্ছা করে কাউকে মেরে ফেলি না”।

তিনি আরো বলেন, “চিকিৎসক হিসেবে আমরা আমাদের সর্বোচ্চটাই করে থাকি। তারপরও অনেক সময় রোগীকে বাঁচাতে পারি না। চিকিৎসক কখনোই জেনে-বুঝে রোগীকে সমস্যায় ফেলতে পারেন না”।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights